19. জাতিরা বলবে, ‘ঘৃণ্য সে, যে কাঠকে জীবিত হতে বলে কিংবা প্রাণহীন পাথরকে জেগে উঠতে বলে।’ সেগুলো কি তাকে শিক্ষা দিতে পারে? সেগুলো তো সোনা আর রূপা দিয়ে মোড়ানো; সেগুলোর মধ্যে শ্বাসবায়ু নেই।
20. কিন্তু মাবুদ তাঁর পবিত্র ঘরে আছেন; সমস্ত দুনিয়া তাঁর সামনে নীরব থাকুক।”