হগয় 1:14-15 Kitabul Mukkadas (MBCL)

14. এর পর মাবুদ এহুদার শাসনকর্তা সরুব্বাবিলের, মহা-ইমাম ইউসার এবং বাকী সব লোকদের অন্তর জাগিয়ে তুললেন। তাতে তারা সবাই এসে তাদের মাবুদ আল্লাহ্‌ রাব্বুল আলামীনের ঘরের কাজ করতে শুরু করে দিল।

15. সেই কাজ বাদশাহ্‌ দারিয়ুসের রাজত্বের দ্বিতীয় বছরের ষষ্ঠ মাসের চব্বিশ দিনের দিন শুরু হয়েছিল।

হগয় 1