সোলায়মানের শীর 5:2-5 Kitabul Mukkadas (MBCL)

2. আমি ঘুমিয়ে ছিলাম, কিন্তু আমার দিল জেগে ছিল।ঐ শোন, আমার প্রিয় দরজায় আঘাত দিয়ে বলছেন,“কনে আমার, প্রিয়া আমার,আমার ঘুঘু, আমার নিখুঁত সেই জন,আমাকে দরজা খুলে দাও।শিশিরে আমার মাথা ভিজে গেছে,রাতের কুয়াশায় ভিজেছে আমার চুল।”

3. আমি মনে মনে বললাম, “আমার পোশাক আমি খুলে ফেলেছি,কেমন করে আবার তা পরব?আমি আমার পা ধুয়েছি,কেমন করে তা আবার নোংরা করব?”

4. দরজার ফুটো দিয়ে আমার প্রিয় তাঁর হাত ঢুকালেন,আমার মন তাঁর জন্য ব্যাকুল হল।

5. আমার প্রিয়কে দরজা খুলে দেওয়ার জন্য আমি উঠলাম,আমার হাত গন্ধরসে ভেজা ছিল,আমার আংগুল থেকে গন্ধরসের স্রোতেদরজার হাতল ভিজে গেল।

সোলায়মানের শীর 5