সোলায়মানের শীর 5:15-16 Kitabul Mukkadas (MBCL)

15. তাঁর রান দু’টা যেন খাঁটি সোনার ভিত্তির উপর বসানোমার্বেল পাথরের থাম।তাঁর ধরন লেবাননের উঁচু পাহাড়ের মত,লেবাননের বাছাই করা এরস গাছের মত জাঁকালো।

16. তাঁর মুখখানা খুব মিষ্টি,তাঁর সবই সুন্দর।হে জেরুজালেমের মেয়েরা,উনিই আমার প্রিয়, আমার বন্ধু।

সোলায়মানের শীর 5