সোলায়মানের শীর 4:15-16 Kitabul Mukkadas (MBCL)

15. তুমি যেন বাগানের ঝর্ণা,যেন উপ্‌চে পড়া পানির কূয়া,যেন লেবানন থেকে নেমে আসা স্রোত।

16. উত্তুরে হাওয়া জাগো, এসো দখিনা বাতাস।আমার বাগানের উপর দিয়ে বয়ে যাওযাতে তার সুগন্ধ ছড়িয়ে পড়ে।আমার প্রিয় যেন তাঁর বাগানে এসেতার ভাল ভাল ফল খান।

সোলায়মানের শীর 4