মার্ক 10:50-52 Kitabul Mukkadas (MBCL)

50. তখন সে তার গায়ের চাদরটা ফেলে লাফ দিয়ে উঠল এবং ঈসার কাছে গেল।

51. ঈসা তাকে জিজ্ঞাসা করলেন, “আমি তোমার জন্য কি করব? তুমি কি চাও?”অন্ধ লোকটি বলল, “হুজুর, আমি যেন দেখতে পাই।”

52. ঈসা বললেন, “যাও, তুমি ঈমান এনেছ বলে ভাল হয়েছ।”তাতে লোকটি তখনই দেখতে পেল এবং পথ দিয়ে ঈসার পিছনে পিছনে চলতে লাগল।

মার্ক 10