মাতম 5:3-10 Kitabul Mukkadas (MBCL)

3. আমরা এতিম হয়েছি, আমাদের পিতা নেই,আমাদের মায়েরা বিধবা হয়েছে।

4. আমাদের খাবার পানি কিনে খেতে হয়;কেবল দাম দিয়েই আমরা কাঠ পেতে পারি।

5. যারা আমাদের তাড়া করছেতারা আমাদের কাছে এসে পড়েছে;আমরা ক্লান্ত হয়েছি, বিশ্রাম পাচ্ছি না।

6. যথেষ্ট খাবার পাবার জন্যআমরা মিসর ও আশেরিয়ার অধীন হয়েছি।

7. আমাদের পূর্বপুরুষেরা গুনাহ্‌ করেছিলেন;তাঁরা এখন আর নেই,কিন্তু আমরা তাঁদের শাস্তি বহন করছি।

8. গোলামেরা আমাদের শাসন করছে;তাদের হাত থেকে আমাদের উদ্ধার করবার কেউ নেই।

9. মরুভূমিতে ডাকাতদের ভয়েপ্রাণের ঝুঁকি নিয়ে আমরা খাবার জোগাড় করি।

10. আমাদের চামড়া তুন্দুরের মত গরম;খিদের জ্বালায় জ্বর জ্বর বোধ করি।

মাতম 5