মাতম 4:10-13 Kitabul Mukkadas (MBCL)

10. স্নেহময়ী স্ত্রীলোকেরা নিজের হাতে তাদের সন্তানদের রান্না করেছে।আমার লোকদের ধ্বংসের সময়তাদের সন্তানেরাই তাদের খাবার হয়েছিল।

11. মাবুদ তাঁর রাগকে পুরোপুরিই বের করেছেন;তাঁর জ্বলন্ত গজব তিনি ঢেলে দিয়েছেন।তিনি সিয়োনে আগুন জ্বেলেছেন;তা তার ভিত্তিগুলো পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে।

12. বাদশাহ্‌রা কিংবা দুনিয়ার কোন লোকই বিশ্বাস করত না যে,জেরুজালেমের দরজা দিয়ে কোন শত্রু বা বিপক্ষ ঢুকতে পারে।

13. এই ঘটনা ঘটেছিল তার নবীদের গুনাহের জন্য,তার ইমামদের অন্যায়ের জন্য,কারণ সেখানেই তারা সৎ লোকদের রক্তপাত করত।

মাতম 4