19. ওঠো, রাতের প্রত্যেক প্রহরের শুরুতে কেঁদে ওঠো;মাবুদের সামনে পানির মত ঢেলে দাও তোমার দিল।তোমার ছেলেমেয়েরা যারা খিদের জ্বালায়রাস্তার মোড়ে মোড়ে অজ্ঞান হয়ে পড়ছে,তাদের জীবন বাঁচাবার জন্য তাঁর উদ্দেশে তোমার হাত তোল।”
20. হে মাবুদ, তাকাও, ভেবে দেখ,তুমি তো আর কারও প্রতি এই রকম ব্যবহার কর নি?স্ত্রীলোকেরা কি তাদের নিজেদের সন্তানদের খাবেযাদের তারা লালন-পালন করেছে?দীন-দুনিয়ার মালিকের পবিত্র জায়গায় কিইমাম ও নবীদের হত্যা করা হবে?
21. ছেলে ও বুড়োরা ধুলার মধ্যে রাস্তায় রাস্তায় পড়ে আছে;আমার যুবক ও যুবতীরা তলোয়ারের ঘায়ে পড়ে গেছে।তোমার রাগের দিনে তুমি তাদের মেরে ফেলেছ;তুমি তাদের কেটে ফেলেছ, মমতা কর নি।
22. ঈদের দিনে যেমন তুমি লোকদের জমায়েত করতেমনি আমার চারপাশে তুমি নানা রকম ভীষণ ভয় জড়ো করেছ।মাবুদের রাগের দিনেকেউ রেহাই পায় নি কিংবা বেঁচে থাকে নি;যাদের আমি লালন-পালন ও যত্ন করতামআমার শত্রু তাদের ধ্বংস করে দিয়েছে।