পয়দায়েশ 4:9-13 Kitabul Mukkadas (MBCL)

9. তখন মাবুদ কাবিলকে বললেন, “তোমার ভাই হাবিল কোথায়?”কাবিল বলল, “আমি জানি না। আমার ভাইয়ের দেখাশোনার ভার কি আমার উপর?”

10. তখন মাবুদ বললেন, “এ তুমি কি করেছ? দেখ, জমি থেকে তোমার ভাইয়ের রক্ত আমার কাছে কাঁদছে।

11. জমি যখন তোমার হাত থেকে তোমার ভাইয়ের রক্ত গ্রহণ করবার জন্য মুখ খুলেছে তখন জমির বদদোয়াই তোমার উপর পড়ল।

12. তুমি যখন জমি চাষ করবে তখন তা আর তোমাকে তেমন ফসল দেবে না। তুমি পলাতক হয়ে দুনিয়াতে ঘুরে বেড়াবে।”

13. তখন কাবিল মাবুদকে বলল, “এই শাস্তি আমার সহ্যের বাইরে।

পয়দায়েশ 4