প্রকাশিত কালাম 13:10-12 Kitabul Mukkadas (MBCL)

10. যার বন্দী হবার কথা আছে সে বন্দী হবে।যার তলোয়ারের আঘাতে খুন হবার কথা আছে সে খুন হবে।এইজন্য আল্লাহ্‌র বান্দাদের ধৈর্য ও বিশ্বাসের দরকার।

11. এর পরে আমি ভূমি থেকে আর একটা জন্তুকে উঠে আসতে দেখলাম। ভেড়ার মত তার দু’টা শিং ছিল, কিন্তু সেই দানবের মত সে কথা বলত।

12. এই জন্তুটা প্রথম জন্তুটার হয়ে তার সমস্ত ক্ষমতা ব্যবহার করতে লাগল; আর যারা এই দুনিয়ার তাদের দিয়ে সে সেই প্রথম জন্তু, অর্থাৎ যার ভীষণ আঘাত ভাল হয়ে গিয়েছিল তাকে সেজদা করাল।

প্রকাশিত কালাম 13