দ্বিতীয় বিবরণ 28:16-19 Kitabul Mukkadas (MBCL)

16. তোমাদের বাসস্থান ও ক্ষেত-খামারের সব কিছুতে তোমরা বদদোয়াপ্রাপ্ত হবে।

17. তোমাদের ফসলের ঝুড়ি ও ময়দা ঠাঁসবার পাত্র বদদোয়াপ্রাপ্ত হবে।

18. তোমরা বদদোয়াপ্রাপ্ত হবে যার ফলে তোমাদের পরিবারে কম ছেলেমেয়ে, ক্ষেতে কম ফসল এবং পালের গরু, ছাগল ও ভেড়ার কম বাচ্চা হবে।

19. প্রতিদিনকার জীবনে তোমরা বদদোয়াপ্রাপ্ত হবে।

দ্বিতীয় বিবরণ 28