কাজীগণ 5:19-23 Kitabul Mukkadas (MBCL)

19. বাদশাহ্‌রা, কেনানের বাদশাহ্‌রা এসে যুদ্ধ করল;মগিদ্দোর পানির কাছে তানকে তারা যুদ্ধ করল,কিন্তু কোন রূপা তারা লুটে নিতে পারল না।

20. আসমান থেকে তারাগুলোই যুদ্ধ করল,নিজের নিজের বাঁধা পথে থেকেযুদ্ধ করল সীষরার বিরুদ্ধে।

21. সেই পুরাকালের নদীর পানি, সেই কীশোন নদীর পানিশত্রুদের ভাসিয়ে নিয়ে গেল।হে আমার দিল, শক্ত হয়ে এগিয়ে চল।

22. তারপর মাটি কেঁপে উঠল ঘোড়ার খুরের ঘায়েআর শক্তিশালী ঘোড়াগুলো চলল খট্‌-খটা-খট্‌ করে।

23. মাবুদের ফেরেশতা বললেন, “মেরোসকে বদদোয়া দাও,ভীষণভাবে বদদোয়া দাও সেখানকার লোকদের;তারা কেউ যুদ্ধে মাবুদের সংগে যোগ দেয় নি,যোগ দেয় নি শক্তিশালীদের বিরুদ্ধে।

কাজীগণ 5