20. ইম্মেরের বংশধরদের মধ্যে হনানি ও সবদিয়।
21. হারীমের বংশধরদের মধ্যে মাসেয়, ইলিয়াস, শময়িয়, যিহীয়েল ও উষিয়।
22. পশহূরের বংশধরদের মধ্যে ইলীয়ৈনয়, মাসেয়, ইসমাইল, নথনেল, যোষাবদ ও ইলাসাহ্।
23. লেবীয়দের মধ্যে যোষাবদ, শিমিয়ি, কলায়, অর্থাৎ কলীট, পথাহিয়, এহুদা ও ইলিয়েষর।